You dont have javascript enabled! Please enable it! 1971.04.12 | পেশোয়ারে গোলাম গাউস হাজারভি বলেন ভারত পূর্ব পাকিস্তানের ভাইদের দেশপ্রেমের প্রতি চেলেঞ্জ দানের দুঃসাহস দেখিয়েছে - সংগ্রামের নোটবুক

১২ এপ্রিল ১৯৭১ঃ পেশোয়ারে গোলাম গাউস হাজারভি বলেন

জমিয়তে উলামা ইসলাম এর সাধারন সম্পাদক গোলাম গাউস হাজারভি পেশোয়ার সফরে এসে এক বিবৃতিতে বলেছেন দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানের মুসলমানরা দেশপ্রেম ও জীবন বাজী রেখে দেশের জন্য যেভাবে ঝাপিয়ে পড়েছিল ভারতীয় নগ্ন হামলার বিরুদ্ধে একই ভাবে তারা দেশের জন্য একই দৃষ্টান্ত স্থাপনের জন্য পূর্ব পাকিস্তানের জনগনের প্রতি আহবান জানান। তিনি জমিয়ত কর্মীদের স্মরণ করে দিয়ে বলেন দেশের অভ্যন্তরীণ ও বহিশত্রুকে ধ্বংস করা হচ্ছে মুসলমানদের ধর্মীয় কর্তব্য। তিনি বলেন ভারত পূর্ব পাকিস্তানের ভাইদের দেশপ্রেমের প্রতি চেলেঞ্জ দানের দুঃসাহস দেখিয়েছে। এজন্ন তাদের উপজুক্ত শাস্তি দেয়া উচিত। তিনি বলেন সমগ্র জাতি সেনাবাহিনীর ছত্রছায়ায় রয়েছে এবং সেনাবাহিনী দেশের নিরাপত্তা ঐক্য ও সংহতি অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর।