আয়মন নদীতীর বধ্যভূমি
আয়মন নদীতীর বধ্যভূমি (মুক্তাগাছা, ময়মনসিংহ) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা-বেগুনবাড়ী রাস্তার পাশে অবস্থিত। এটি ময়লাখানা বধ্যভূমি নামেও পরিচিত। মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার আড়ু বিহারি, কুতুব উদ্দিন মওলানা, দানেশ আলী, মসলিম উদ্দিন প্রমুখের সহযােগিতায় বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য সাধারণ মানুষ মুক্তাগাছা হানাদার ক্যাম্পে ধরে এনে তাদের ওপর নির্মম নির্যাতন চালায়। অতঃপর তাদের আয়মন নদীর তীরে নিয়ে গুলি করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়। আয়মন নদীর তীরের ডওয়াখােলায় শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড