বীর বিক্রম আব্দুল হালিম
আব্দুল হালিম, বীর বিক্রম একজন দেশপ্রেমিক বীর মুক্তিযােদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদ। তাঁর জন্ম চাঁদপুর জেলার বাবুরহাট উপজেলার তাঁরপুরচণ্ডি গ্রামে। তাঁর পিতা আলী হােসেন মিজি এবং মাতা মিসেস ফয়জুন নেসা। তিনি স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
১৯৭১ সালে আব্দুল হালিম কুমিল্লা সেনানিবাসে পাকিস্তান সেনাবাহিনীতে হাবিলদার পদে কর্মরত ছিলেন। পাকহানাদার বাহিনী ২৫শে মার্চ নিরস্ত্র বাঙালিদের ওপর ব্যাপক গণহত্যা শুরু করলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি মুক্তিযুদ্ধে যােগদান করেন। তিনি ২ নম্বর সেক্টরের অধীনে সেক্টর কমান্ডার মেজর খালেদ মােশাররফ, বীর উত্তম-এর নেতৃত্বে যুদ্ধ করেন। তাঁর বীরত্ব ও সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য ভৈরব অঞ্চল মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে আনা সহজতর হয়। ২৩শে নভেম্বর বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চাদপুর গ্রামে পাকবাহিনীর বিরুদ্ধে এক সম্মুখ যুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শহীদ হন।
মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান ও আত্মােৎসর্গের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন অবিবাহিত। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড