You dont have javascript enabled! Please enable it! ল্যান্স নায়েক ও শহীদ মুক্তিযােদ্ধা বীর বিক্রম আব্দুস সাত্তার - সংগ্রামের নোটবুক

ল্যান্স নায়েক ও শহীদ মুক্তিযােদ্ধা বীর বিক্রম আব্দুস সাত্তার

আব্দুস সাত্তার, বীর বিক্রম- ল্যান্স নায়েক ও শহীদ বীর মুক্তিযােদ্ধা। তিনি নেত্রকোণা জেলার রাজতলী উপজেলাস্থ তালুককানাই গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল বারী এবং মাতার নাম আসিয়া খাতুন। আব্দুস সাত্তার ইপিআর বাহিনীতে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ শুরুর পূর্বে তিনি যশাের জেলার ঝুমঝুমপুর ইপিআর উইং-এ নায়েক পদে কর্মরত ছিলেন। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরস্ত্র মানুষের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞে মেতে উঠলে তিনি দেশমাতৃকাকে রক্ষা করার দৃপ্ত শপথ নিয়ে মুক্তিযুদ্ধে যােগ দেন তিনি ৮ নম্বর সেক্টরের কমান্ডার মেজর আবু ওসমান চৌধুরীর কমান্ডে যুদ্ধ করেন। এ সেক্টরের অধীন বিভিন্ন যুদ্ধে তিনি সাহসিকতার পরিচয় দেন। যশাের জেলার যাদবপুরে পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ হন এ বীর মুক্তিযােদ্ধা। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদান ও আত্মােৎসর্গের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযােদ্ধা আব্দুস সাত্তারকে ‘বীর প্রতীক’ খেতাবে (মরণােত্তর) ভূষিত করা হয়। তাঁর স্ত্রীর নাম মহিমা খাতুন। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড