বীর মুক্তিযােদ্ধা ও বৈমানিক আব্দুল মুকিত
আব্দুল মুকিত, বীর প্রতীক (জন্ম ১৯৪৫) বীর মুক্তিযােদ্ধা ও বৈমানিক। তিনি ১৯৪৫ সালের ১৩ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব আব্দুল ওয়াদুদ এবং মাতার নাম শামসুননাহার। তিনি ১৯৬৫ সালে জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন।
৭১-এর মার্চে পাকিস্তানি শাসকগােষ্ঠী বাঙালি বৈমানিকদের বিমান চালানাের ওপর নিষেধাজ্ঞা জারি করলে তিনি ভীষণ ক্ষুব্ধ হন। এবং দেশকে হানাদারমুক্ত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধে যােগ দেন। তিনি বিমানের সাহায্যে শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে জেনারেল ওসমানীসহ বিভিন্ন গ্রুপকে জানাতেন।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার আব্দুল মুকিতকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে। তার স্ত্রীর নাম নাজমা মুকিত। এ দম্পতি ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। [জেবউননেছা]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড