বীর প্রতীক আব্দুল জব্বার
আব্দুল জব্বার, বীর প্রতীক (জন্ম ১৯৪১) অনারারি ক্যাপ্টেন ও ১১ নম্বর সেক্টরের একজন অকুতােভয় সৈনিক। তিনি ১৯৪১ সালে ঢাকা জেলার অন্তর্গত তুরাগ উপজেলার নিশাতনগরে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম আনেছা খাতুন এবং পিতার নাম আলী হােসেন। আব্দুল জব্বার পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে তিনি সৈয়দপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরােচিত হামলার বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধে যােগ দেন। কর্নেল আবু তাহেরের নেতৃত্বে ১১ নম্বর সেক্টরের অন্তর্গত সাব-সেক্টর মহেন্দ্রগঞ্জ এলাকায় সাহসিকতার সঙ্গে লড়াই করেন এবং সাচলা এলাকা শত্রুমুক্ত করেন। এছাড়া তিনি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের সাচনা শাখার ভােল্টের ক্যাশ হেফাজতে রেখে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে সততার পরিচয় দেন।
মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক অনারারি ক্যাপ্টেন আব্দুল জব্বারকে ‘বীর বিক্রম’ খেতাব প্রদান করা হয়। তিনি ১ কন্যা ও ৪ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম রওশন আরা আক্তার। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড