বীর বিক্রম আব্দুল করিম
আব্দুল করিম, বীর বিক্রম (জন্ম ১৯২৯) অনারারি ক্যাপ্টেন ও মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক। তিনি ১৯২৯ সালে চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া ইউনিয়নের বধুরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আরজু মিয়া এবং মাতার নাম বিলকিস খাতুন। তিনি নিজ গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
১৯৭১ সালে আব্দুল করিম পাকিস্তান সেনাবাহিনীতে ঢাকাস্থ জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তিনি ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সুবেদার পদে চাকরি করতেন। ২৭শে মার্চ তিনি ১০০ জন বাঙালি সৈন্যসহ বিদ্রোহ করেন। এসময় তারা পাকিস্তানি মেজর আফজাল লতিফসহ ২০ জন পাকসেনাকে হত্যা করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ‘এস’ ফোর্সের অধিনায়ক মেজর কে এম সফিউল্লাহর অধীনে যুদ্ধ করেন। ‘এস’ ফোর্সের ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার মেজর এ এস এম নাসিম এবং কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আব্দুল মতিনের নেতৃত্বে গ্রুপ কমান্ডার হিসেবে তিনি বিভিন্ন যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন। ঢাকার জয়দেবপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, আশুগঞ্জ, সিলেটের মাধবপুর, গিলাতলী, মনতলা, নরসিংদী, শ্রীপুর, ডেমরা ও ময়মনসিংহ জেলার ভৈরবে তিনি পাকিস্তানি সৈন্য ও তাদের এদেশীয় দোসর রাজাকার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর আব্দুল করিম অনারারি ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ২ কন্যা ও ৫ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম মঞ্জুয়ারা বেগম। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড