বীর প্রতীক আবুল বাশার
আবুল বাশার, বীর প্রতীক (১৯৪৮-২০০০) যুদ্ধাহত মুক্তিযােদ্ধা। তিনি ১৯৪৮ সালের ১৩ই ডিসেম্বর গােপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া (চর উত্তরপাড়া) গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুর রাজ্জাক মােল্লা ও মাতার নাম আঞ্জুমান নেছা। তাঁর স্ত্রীর নাম সাহেদা বেগম।
আবুল বাশার ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তার কর্মস্থল যশাের সেনানিবাস থেকে পালিয়ে প্রথমে খুলনায় প্রতিরােধযুদ্ধে ও পরবর্তীতে মুক্তিবাহিনীর ১নং সেক্টরে যােগ দেন। অন্যান্য অনেক স্থানে খণ্ডযুদ্ধে অংশ নিলেও ২৬শে নভেম্বর সিলেট জেলার কানাইঘাটের গৌরীপুর যুদ্ধে তিনি সর্বাধিক বীরত্বের পরিচয় দেন। এ-যুদ্ধে তিনি নিজে আহত অবস্থায় একজন পাকিস্তানি ব্রিগেডিয়ারকে গুলি করে হত্যা করেন, যা মুক্তিযােদ্ধাদের একটি পুরাে ব্রিগেডকে রক্ষা করতে সহায়তা করে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযােদ্ধা আবুল বাশার-কে বীর প্রতীক’ রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তিনি পুনরায় সেনাবাহিনীতে যােগ দেন। তবে অসুস্থতার কারণে তাকে ১৯৮৫ সালে চাকরি থেকে অবসর দেয়া হয়। তিনি ২০০০ সালে মৃত্যুবরণ করেন। [এস এম মাহফুজুর রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড