বাঙলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতির সুলতানপুর শাখা গঠিত
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১৫ এপ্রিল— আজ দমদম অঞ্চলের সুলতানপুর এলাকায় বাঙলাদেশ’-এর মুক্তিসংগ্রামের সমর্থনে অনুষ্ঠিত এক কনভেনশন থেকে মুখ্যমন্ত্রী শ্রীঅজয় মুখােপাধ্যায়ের সভাপতিত্বে গঠিত বাঙলাদেশ’ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতি’র সুলতানপুর শাখা কমিটি গঠিত হয়।
ঐকনভেনশন থেকে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডা: নরেন চট্টোপাধ্যায় (ইন্দির কংগ্রেস) ও শ্রীহিমাংশু দাস (কমিউনিস্ট পার্টি)। কমিটিতে আছেন কমিউনিস্ট পার্টি, ইন্দিরা কংগ্রেস, বাঙলা কংগ্রেস, ছাত্র ফেডারেশন, যুব সঙ্ঘ, ছাত্র পরিষদ যুব কংগ্রেস এবং এলাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি তথা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কনভেনশন থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আগামী রবিবার ১৮ এপ্রিল সকাল ৯ টায়, বাঙলাদেশ এর মুক্তি সংগ্রামের সমর্থনে একটি গণ মিছিল অঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে অর্থ সংগ্রহ পরিচালনা করবে।
সূত্র: কালান্তর, ১৮.৪.১৯৭১