You dont have javascript enabled! Please enable it! অনারারি ক্যাপ্টেন ও মুক্তিযুদ্ধের অকুতােভয় সৈনিক বীর বিক্রম আবুল হাসেম - সংগ্রামের নোটবুক

বীর বিক্রম আবুল হাসেম

আবুল হাসেম, বীর বিক্রম (জন্ম ১৯৪৫) অনারারি ক্যাপ্টেন ও মুক্তিযুদ্ধের অকুতােভয় সৈনিক। তিনি ১৯৪৫ সালে নােয়াখালী জেলার সুধারামপুর উপজেলার সালেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাে. আব্দুল জব্বার এবং মাতার নাম তারকুন নেছা। তিনি নিজ গ্রামের বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন।
আবুল হাসেম পাকিস্তান সেনাবাহিনীর ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে যশাের সেনানিবাসে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ২৯শে মার্চ তিনি মুক্তিযুদ্ধে যােগদান করেন। তিনি ‘জেড’ ফোর্সের অধীনে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন। আবুল হাসেম যশাের সেনানিবাস, নাভারন, শার্শা, বেনাপােল, হযরতপুর, মাসলিরা, সাতক্ষীরা, কুষ্টিয়া জেলার চুয়াডাঙ্গা, মেহেরপুর, জামালপুর জেলার কামালপুর, সিলেট জেলার শ্রীমঙ্গল, পত্রখােলা, ধুলাই, কালীগঞ্জ, চারগ্রাম, আটগ্রাম, বাউসপুর ও কানাইঘাটে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে অসংখ্য সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। নভেম্বর মাসের শেষদিকে সিলেটের আটগ্রাম সেতু আক্রমণ ও দখলে আবুল হাসেম অসাধারণ বীরত্বের সঙ্গে লড়াই করেন। এ-যুদ্ধে পাকবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও অনেক পাকসেনা নিহত হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। আবুল হাসেম ২ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম শামীমা আক্তার। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড