বীর বিক্রম আফসার আলী
আফসার আলী, বীর বিক্রম (১৯৫২-১৯৭১) নায়েক ও শহীদ বীর মুক্তিযােদ্ধা। তিনি ১৯৫২ সালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জেলাগাড়ী দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাে. কবেদ আলী এবং মাতার নাম আছিয়া খাতুন।
আফসার আলী ১৯৭১ সালে নায়েক পদমর্যদায় পাকিস্তান সেনাবাহিনীতে ৮ম বেঙ্গল রেজিমেন্টে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি সৈন্যরা অপারেশন সার্চলাইট-এর নামে নিরস্ত্র বাঙালিদের হত্যায় ঝাঁপিয়ে পড়ে। একই দিন মধ্যরাতে তারা চট্টগ্রামের হালিশহরে ইবিআরসি-তে বাঙালি সেনাদের ওপর অতর্কিতে আক্রমণ করে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। আফসার আলী কোনােভাবে জীবন রক্ষা করে পালিয়ে আসতে সক্ষম হন। এরপর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তিনি প্রতিরােধ যুদ্ধে অংশ নেন এবং ১নং সেক্টরে যােগ দিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। পরবর্তীতে মেজর জিয়ার নেতৃত্বে ‘জেড’ ফোর্স গঠিত হলে তিনি তাতে যােগ দেন। ‘জেড’ ফোর্সের সৈনিক হিসেবে তিনি বিভিন্ন যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সিলেটের এম সি কলেজ ঘাঁটি দখল যুদ্ধে আফসার আলী শহীদ হন। এখানে উভয় পক্ষে অনেক হতাহত হয়। মুক্তিযােদ্ধারা এ ঘাঁটি দখলে সক্ষম হন। যুদ্ধ শেষে আফসার আলীর মৃতদেহ হযরত শাহজালালের মাজার সংলগ্ন এলাকায় সমাহিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালনসহ জীবন উৎসর্গ করায় বাংলাদেশ সরকার আফসার আলীকে ‘বীর বিক্রম’ (মরণােত্তর) খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন অবিবাহিত। [শেখ সাইয়েদুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড