আদিনা যুদ্ধ
আদিনা যুদ্ধ (শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ) সংঘটিত হয় ১লা আগস্ট। এতে ঘটনাস্থলে ২ জন মুক্তিযােদ্ধা ও একজন গ্রামবাসী শহীদ এবং ৪ জন মুক্তিযােদ্ধা আহত হন। আহতদের একজন পরে মারা যান। অপরপক্ষে ৮ জন পাকসেনা নিহত হয়।
১লা আগস্ট অধ্যাপক শাহজাহান মিঞার নেতৃত্বে ২৯ জন মুক্তিযােদ্ধা আদিনা কলেজে স্থাপিত মুক্তিযােদ্ধাদের ক্যাম্পে অবস্থান গ্রহণ করেন। মুক্তিযােদ্ধাদের অবস্থানের খবর পেয়ে পাকবাহিনী ক্যাপ্টেন শাহ আলম চৌধুরীর নেতৃত্বে আদিনা মুক্তিযােদ্ধা ক্যাম্প আক্রমণ করে। মুক্তিযােদ্ধারা প্রতিরােধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে মুক্তিযােদ্ধা আ. লতিফ (বিশ্বনাথপুর) ও আনিসুর রহমান (নিয়ামতপুর) ঘটনাস্থলে শহীদ হন এবং ৪ জন মুক্তিযােদ্ধা আহত হন। তাঁদের মধ্যে মুক্তিযােদ্ধা শামসুল হক (কৃষ্ণগােবিন্দপুর) পরে মারা যান। পাকবাহিনীর ৮ জন সৈন্য মারা যায়। এখানে ১ জন গ্রামবাসীও প্রাণ হারান। মুক্তিযােদ্ধাদের প্রবল প্রতিরােধের মুখে পাকসেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। [তামিজ উদ্দীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড