You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | আড়পাড়া মাঠ যুদ্ধ (চৌগাছা, যশাের) - সংগ্রামের নোটবুক

আড়পাড়া মাঠ যুদ্ধ

আড়পাড়া মাঠ যুদ্ধ (চৌগাছা, যশাের) সংঘটিত হয় ৩রা ডিসেম্বর। পাকবাহিনী ও মিত্রবাহিনীর মধ্যে এ-যুদ্ধ হয়। আড়পাড়া মাঠের পশ্চিমে দুর্গাপুর, উত্তরে তেঁতুল বেড়ে, পূর্বে কাস্টভাঙ্গা এবং দক্ষিণে চারাবাড়ির মাঠ। মাঠের উত্তর-পশ্চিমে জগদীশপুর থেকে মিত্রবাহিনীর কমান্ডিং অফিসার মেজর জগৎ সিং অরােরার নেতৃত্বে যৌথবাহিনী অগ্রসর হলে পাকবাহিনী তাদের ঘাঁটি থেকে মর্টার শেল নিক্ষেপ করতে থাকে। মিত্রবাহিনী পাল্টা আক্রমণ করলে দুপক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মিত্রবাহিনীর সুবেদার আয়ুব খান অগ্রসর হয়ে পাকসেনাদের ঘাঁটির পেছন দিক থেকে ট্যাংক আক্রমণ চালান। এতে শত্রুদের ঘাঁটির পতন ঘটে। যুদ্ধে পাকবাহিনী পরাজিত হয় এবং তাদের ১১ জন সেনা প্রাণ হারায়। আড়পাড়া মাঠের যুদ্ধে ৩৬ জন মিত্রসেনা শহীদ হন। এ-যুদ্ধে মাে. মােবাশ্বের আলী, মাে. সােহরাব হােসেন, মাে. শহিদুল ইসলাম, মাে. রেজাউল ইসলাম (জেলা নড়াইল) প্রমুখ স্থানীয় মুক্তিযােদ্ধা অংশগ্রহণ করেন। এ-যুদ্ধে সাফল্যের ফলে ৩রা ডিসেম্বর চৌগাছা হানাদারমুক্ত হয়। দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে চৌগাছাকে স্বাধীনতার প্রবেশদ্বার বলা হয়। [মাে. মােস্তানিছুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড