You dont have javascript enabled! Please enable it! 1971.11.21 | আজিমনগর গণহত্যা (ফটিকছড়ি, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

আজিমনগর গণহত্যা

আজিমনগর গণহত্যা (ফটিকছড়ি, চট্টগ্রাম) সংঘটিত হয় ২১শে নভেম্বর। এতে অনেক সাধারণ মানুষ শহীদ হন। ঘটনার দিন পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল আবদুর রহিম একদল পাকসেনাকে সঙ্গে নিয়ে মাইজভাণ্ডার এলাকায় আসে। তারা গ্রামের কিছু যুবককে জড়াে করে জানিয়ে দেয় যে, গ্রামের কেউ পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে তাদের নির্মমভাবে হত্যা করা হবে। এভাবে সাবধান করার পরও সেদিনই হানাদার বাহিনী রােসাংগিরি ইউপির প্রতিটি অঞ্চলে তাণ্ডব চালায়। রাস্তারাস্তায় গুলি করে পাখির মতাে মানুষ হত্যা করে। দুপুরে রােসাংগিরি ও আজিমনগর এলাকা থেকে কয়েকজন মুসলমানকে ধরে নিয়ে আসে। তাদের হাত বেঁধে বেদম প্রহার করে বিভিন্নভাবে নির্যাতন করে। পরে পূর্ব আজিমনগর হিন্দুপাড়ায় প্রথমে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে রশি দিয়ে বেঁধে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। অতঃপর ঐ এলাকার তিনজন হিন্দু গ্রামবাসী হেমেন্দ্র কুমার শীল, দেবেন্দ্র কুমার শীল ও মােহন্ত কুমার শীলকে গুলি করে হত্যা করে। এ সময় গ্রামের লােকজন চারদিকে ছুটতে থাকলে হানাদার বাহিনী এলােপাতাড়ি গুলি ছােড়ে। তাতে বহু লােক গুলিবিদ্ধ হয়। [জামাল উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড