You dont have javascript enabled! Please enable it! 1971.05.17 | আকসিনা গণহত্যা (কসবা, ব্রাহ্মণবাড়িয়া) - সংগ্রামের নোটবুক

আকসিনা গণহত্যা (কসবা, ব্রাহ্মণবাড়িয়া)

আকসিনা গণহত্যা (কসবা, ব্রাহ্মণবাড়িয়া) সংঘটিত হয় ১৭ই মে। এতে ১৩ জন গ্রামবাসী প্রাণ হারায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সদর (পশ্চিম) ইউনিয়নের একটি গ্রাম আকসিনা। ঘটনার দিন পাকসেনারা এ গ্রামে অতর্কিতে হামলা চালায়। সেদিন ছিল শুক্রবার। এলাকার লােকজন নিজ-নিজ কাজে ব্যস্ত ছিল। ঐ সময় পাকিস্তানি সেনারা হামলা চালিয়ে যাকে সামনে পেয়েছে তাকেই গুলি করে হত্যা করেছে। কাউকে-কাউকে ধরে নিয়ে আকসিনা বটগাছের নিকট হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। সেদিন আকছিনা গ্রামে যারা হত্যার শিকার হন, তারা হলেন- নূর বক্স (৬০) (পিতা আলী নেওয়াজ), সুন্দর আলী (৫৬) (পিতা হাফিজ উদ্দিন), আবদুল কাদির (২০) (পিতা আবু মিয়া), ওসমান মিয়া (২৮) (পিতা নূর বক্স), সবর আলী (৩২) (পিতা সােনা মিয়া), মালু মিয়া (৩২) (পিতা দিল্লর আলী), আবুল খায়ের মাস্টার (২৪) (পিতা আবদুল লতিফ), হুমায়ুন কবির (৩২) (পিতা নূরুল ইসলাম), লিটন মিয়া (২৪), হারু মিয়া (২২) (পিতা মকসুদ আলী), আলী মিয়া (৪০), আবদুল আজিজ (৫০) এবং জজু মিয়া (২৯) (পিতা তােতা মিয়া ফকির)। আকছিনা গ্রামে তাদের গণকবর রয়েছে। [জয়দুল হােসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড