You dont have javascript enabled! Please enable it! 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' প্রাপ্ত অশােক মিত্র - সংগ্রামের নোটবুক

‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রাপ্ত অশােক মিত্র

অশােক মিত্র (১৯২৮-২০১৮) ভারতের রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। তিনি ১৯২৮ সালে পূর্ব বাংলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন শেষে ১৯৪৭ সালে তিনি ভারতে যান। তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং রটরডাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন (১৯৫৩)। তিনি দুবছর লক্ষৌ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রভাষক ছিলেন এবং পরবর্তীকালে ব্যাংককে অবস্থিত জাতিসংঘের এশিয়া ও পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক পরিষদে শিক্ষকতা করেন (১৯৬১)। এছাড়া তিনি ওয়াশিংটন ডিসি-তে অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠানে নিয়ােজিত ছিলেন। অতঃপর কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে অধ্যাপনার কাজে নিয়ােজিত হন। তিনি ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, ভারত সরকারের কৃষিবিষয়ক মূল্য কমিশনের চেয়ারম্যান, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী (১৯৭৭-৮৭), রাজ্যসভার সদস্য এবং শিল্প ও বাণিজ্য বিভাগের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি ছিলেন। কলকাতা ডায়েরি এবং টার্মস অব ট্রেড অ্যান্ড ক্লাস রিলেশনস্ গ্রন্থের লেখক তিনি। ড. অশােক মিত্র বাংলা ভাষায় ছােটোগল্প রচনা করেছেন। তিনি দি টেলিগ্রাফ পত্রিকায় প্রবন্ধ লেখেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে সাহিত্য আকাদেমি পুরস্কার প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধকালে ড. অশােক মিত্র বাংলাদেশের পক্ষে বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারের সঙ্গে তাঁর সম্পৃক্ততা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক ড. অশােক মিত্র-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। তিনি ২০১৮ সালের ১লা মে কলকাতায় মৃত্যুবরণ করেন। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড