You dont have javascript enabled! Please enable it! 1971.12.17 | বাংলাদেশে কোন ধর্মীয় সংখ্যালঘু থাকবে না -নজরুল ইসলাম | বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে কোন ধর্মীয় সংখ্যালঘু থাকবে না
-নজরুল ইসলাম
বিপ্লব শেষ হয়নি, বিপ্লব সবেমাত্র শুরু
—তাজউদ্দিন

যশোহর, গত ১১ই ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যশোহর উপস্থিত হলে স্থানীয় জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনার সহিত বিভিন্ন ধ্বনি সহকারে তাঁদেরকে অভিনন্দন জানায়। যশোহরের এই সমাবেশ বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। বাংলার রাষ্ট্রনয়কগণ এই জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কর্মসূচী ঘোষণা করেছেন তাতে জনগণের আশা আকাঙ্খা প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম তাঁর দীর্ঘ ভাষণে বলেন, “বাংলাদেশে কোন ধর্মীয় সংখ্যালঘু থাকবে না— সেখানে রাজনৈতিক সংখ্যালঘু দল থাকতে পারে।” বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ এবং সুখী সমৃদ্ধশালী কল্যাণমূলক রাষ্ট্র। তিনি জনগণকে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সমাজ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ এই জনসমাবেশে প্রায় ১ ঘণ্টাকাল ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে বাংলাদেশের ভবিষ্যত অর্থনৈতিক কাঠামো ও পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করেন। তিনি শান্তি, শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে শত্রুকে চূড়ান্ত আঘাত হানার আহবান জানান। তিনি দৃঢ়তার সহিত বলেন, আমাদের বিপ্লব শেষ হয়নি, বিপ্লব সবেমাত্র শুরু। সমাজের বৈপ্লবিক পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের বিপ্লব চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ ॥ ১ : ৮ ॥ ১৭ ডিসেম্বর ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন