You dont have javascript enabled! Please enable it! 1971.07.19 | পঃ পাকিস্তানে প্রস্তুত পণ্য বয়কট করুন | বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

পঃ পাকিস্তানে প্রস্তুত পণ্য বয়কট করুন
-মনসুর আলী

মুজিবনগর, ১৭ই জুলাই ॥ বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী মিঃ মনসুর আলি আজ জনগণের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেছেন যে, তারা যেন পশ্চিম পাকিস্তানে প্রস্তুত দ্রব্যাদি বয়কট করে এবং শত্রুদের আর্থিক কাঠামো যেন ধ্বংস করে দেয়।
বাংলাদেশ রেডিও মারফৎ প্রচারিত এক বেতার বক্তৃতায় তিনি আরও বলেন যে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এমন কোন শস্য বা পণ্য যেন জনগণ উৎপাদন না করেন। কারণ ওগুলির সাহায্যে পাক সৈন্যরা গণহত্যা চালিয়ে যাবার জন্য হয়তো আরো অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে থাকবে।
‘গ্রামীন অর্থনীতিকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য কুটির শিল্পের উপর জোর দেওয়া উচিত এবং জনগণের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এটা সম্ভব।’
বাংলাদেশ (১) ॥ ১ : ৯ ॥ ১৯ জুলাই ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন