ইয়াহিয়ার জবাব রণক্ষেত্রেই দেওয়া হবে
বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপ্রধানের দৃপ্ত ঘোষণা
মুজিবনগর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম জেনারেল ইয়াহিয়ার ভাষণের ওপর মন্তব্য করতে গিয়ে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। ইয়াহিয়া যে ভাষণ দিয়েছে, বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ তা ঘৃণাভরে শুনেছেন। আমরা এখন স্বাধীনতা রক্ষার সংগ্রামে শত্রুহননের লড়াই লড়ছি। আমাদের স্বাধীনতা রক্ষা করতে বাংলাদেশের মাটি থেকে হানাদার দস্যুদের নিশ্চিহ্ন না করে আমরা ক্ষান্ত হবো না।
তিনি বলেন, ইয়াহিয়ার ঔদ্ধত্যের জবাব মুক্তিবাহিনী ও বাংলার জনগণ রণাঙ্গনেই দেবে। অস্থায়ী ইসলাম রাষ্ট্রপ্রধান সয়ুজ-১১ নভোযানের চন্দ্রনটত্রয়ের আকস্মিক মৃত্যুতে সোভিয়েত প্রেসিডেন্ট পদগণীর কাছে এক শোকবাণী পাঠিয়েছেন।
বাণীতে তিনি বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বীর সৈনিকদের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এঁরা জ্ঞানানুসন্ধানের অভিযাত্রায় মৃত্যুবরণ করেছেন। এঁদের বিশ্বমানব স্মরণ করবে চিরকাল।
তিনি নভোযাত্রীত্রয়ের শোক সন্তপ্ত পরিবারের কাছে বাংলাদেশের জনগণ সরকার ও তার নিজের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।
জয়বাংলা ॥ ১ : ৯ ॥ ৯ জুলাই ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন