You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | পুলিশের কর্তব্য সম্পর্কে আই,জি পি | জয়বাংলা - সংগ্রামের নোটবুক

পুলিশের কর্তব্য সম্পর্কে আই,জি পি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এক বিজ্ঞপ্তিতে বাংলার বর্তমান মুক্তিযুদ্ধে সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য পুলিশের লোকদের প্রতি এক আবেদন জানিয়েছেন। এ প্রসঙ্গে পুলিশ প্রধান রাজারবাগ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুমিল্লা ও অন্যান্য জেলায় ইয়াহিয়া খানের সশস্ত্র বাহিনী যে ভাবে মেশিনগান চালিয়ে বর্বরের ন্যায় পুলিশের লোকদের হত্যা করেছে তার উল্লেখ করেন।
তিনি বলেন, হাল্কা অস্ত্র নিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনী মেশিনগান, ট্যাঙ্ক ও বোমার মুখে যে বীরত্ব দেখিয়েছেন তার কোন তুলনা হয় না! তাদের এ ত্যাগ ও অবদান বাংলার স্বাধীনতার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।
বর্বর পাক-ফৌজের অমানুষিক অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে সব পুলিশ কর্মচারী বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় নিয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি ফৌজ যোগদানের জন্য তিনি অনুরোধ জানান। আর যে সমস্ত পুলিশ কর্মচারী সীমান্তের ওপারে চলে গেছেন ৯নং সার্কাস এ্যাভিন, কলকাতা, (বাংলাদেশ মিশন)- এ যোগাযোগ স্থাপনের পরামর্শ দিয়েছেন।
জয়বাংলা ॥ ১ : ৩ ॥ ২৬ মে ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন