স্বাধীন বাংলা সরকারের প্রধান মন্ত্রীর ঘোষণা
আজ ১৪ই এপ্রিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলা সরকারের প্রধান মন্ত্রী জনাব তাজউদ্দিন আহম্মদ এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। উক্ত ভাষণে তিনি বিভিন্ন মিত্র দেশ গুলির নিকট সামরিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন এবং হানাদার পাকিস্তান সরকারকে অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। তাছাড়া আন্তর্জাতিক রেডক্রস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে স্বাধীন বাংলা সরকারের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য এবং সাহায্য প্রদানের জন্য আবেদন জানান। প্রধান মন্ত্রী আরও ঘোষণা করেন যে স্বাধীন বাংলা সরকারের প্রতিনিধিগণ বিভিন্ন দেশের রাজনৈতিক স্বীকৃতি ও সমর্থন বিষয়ে আলোচনার জন্য শীঘ্রই বিদেশ যাবেন।
বাংলা দেশ ॥ ১ : ১ ॥ ১৭ এপ্রিল ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন