বাংলাদেশের স্বাধীনতায় বিজয়োৎসব
স্টাফ রিপোর্টার
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আমরা জয়ী হয়েছি। কিন্তু এবার দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু করতে হবে। সঙ্গে সঙ্গে দেশের সমস্ত দুর্নীতি দূর করে গড়তে হবে নতুন ভারত। রবিবার বাংলাদেশের স্বাধীনতা লাভের পরিপ্রেক্ষিতে আয়োজিত বিভিন্ন বিজয়োৎসবে কংগ্রেস নেতৃবৃন্দ দেশবাসীর কাছে এই আহ্বান জানান।
এদিন সি আই টি রামলীলা ময়দানের মধ্য কলকাতা জেলা কংগ্রেস কমিটি আয়োজিত বিজয়োৎসবে শ্রী সিদ্ধার্থশঙ্কর রায় বলেন, যুদ্ধ জয়ের আনন্দে আমাদের আত্মহারা হলে চলবে না। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে আমাদের সমাজতন্ত্রের পথে এগোতে হবে। এখনও মাত্র কয়েকটি ব্যবসায়ী পরিবার পঃ বঙ্গকে দমন করে চলেছে। এদের বিরুদ্ধে আমাদের সুপরিকল্পিত কর্মসূচী নিয়ে এগোতে হবে। তিনি বলেন, এ রাজ্যে নির্বাচনের জন্য কংগ্রেস প্রস্তুত।
প্রদেশ (নব) কংগ্রেস সভাপতি শ্রীআবদুস সাত্তার বলেন, বাংলাদেশের সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা প্রভৃতি মূল নীতি কার্যে রূপায়িত করতে আমাদেরও প্রচুর কাজ রয়েছে। সঙ্গে সঙ্গে এদেশের বেকার সমস্যা সহ নানান সমস্যা দূর করতে আমাদের অগ্রণী হতে হবে।
শ্রীবিজয় সিং নাহার বলেন, আজ বক্তৃতা বা শ্লোগান নয়, প্রধানমন্ত্রীর শক্তিবৃদ্ধির দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে এবং দেশের কাজে এগিয়ে আসতে হবে।
যুবনেতা সংসদ সদস্য শ্রীপ্রিয়রঞ্জন দাসমুনসি বলেন, বাংলাদেশ স্বাধীন এবং তাঁদের দেশবাসী মুক্তির স্বাদ পেয়েছেন সত্য, কিন্তু মুক্ত বাংলার পূর্ণাঙ্গরূপ ফুটিয়ে তুলতে হলে বিশ্বের সমস্ত সমাজতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এ রাজ্যেও সি পি এম-এর আসল চরিত্র বিচার করে দেখতে হবে।
সভায় সভাপতিত্ব করেন শ্রীধীরেন বসু। সর্বশ্রী অশোক সেন এম-পি, শঙ্কর ঘোষ প্রমুখ ভাষণ দেন।
হাওড়ায় সভা
হাওড়া বিজয়োৎসব কমিটির উদ্যোগে হাওড়া ময়দানে আয়োজিত এক সভায় বাংলাদেশের স্বাধীনতালাভে আনন্দ প্রকাশ করা হয়। সভাপতিত্ব করেন শ্রীবিজয় সিং নাহার। সভায় গৃহীত একটি প্রস্তাবে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, কামনা করে ভারতীয় জওয়ানদের আত্মদানকে অভিনন্দন জানান হয়। অপর একটি প্রস্তাবে বঙ্গবন্ধুর মুক্তির জন্য সমস্ত রাষ্ট্রকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে আহ্বান জানান হয়। সর্বশ্রী মৃতুঞ্জয় ব্যানারজি, তরুণকান্তি ঘোষ, হাজী মহিউদ্দীন, নিত্যানন্দ দে, কুঞ্জলাল দাস, প্রভাত সেন প্রমুখ প্রস্তাবের সমর্থনে বক্তৃতা করেন।
দৈনিক আনন্দবাজার, ২৭ ডিসেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন