পরাজয়ের গ্লানি মুছতে পারবেন না – ওসমানী
ঢাকা, ২৫ ডিসেম্বর-বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি করনেল এম এ জি ওসমানি গতকাল রাতে এখানে বলেন যে, ‘মুক্তি সংগ্রামে আমাদের শক্তির প্রধান উৎস ছিল জাতীয় সংহতি।’ পাকিস্তানীদের পরাজয় ইতিহাসের সবচেয়ে কলঙ্ককর পরাজয়। ভুট্টো একশ’ বছর ষড়যন্ত্র করলেও ওই পরাজয়ের গ্লানি মুছবে না।
মুজিবনগর থেকে বিমানে এখানে পৌঁছুনোর পরে সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে কঃ ওসমানি দেশের জনগণকে একটি শক্তিশালী স্বাধীন জাতি হিসাবে গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশের মুক্তি সংগ্রামে আন্তরিক ও নিঃশর্ত সমর্থন জানানোর জন্য তিনি ভারত সরকার ও ভারতের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান। পাকিস্তানী দখলদারী বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে আমরা মিত্র রাষ্ট্র ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্রিয় সাহায্য পেয়েছি। ট্যাংক ও গোলন্দাজ বাহিনী আমাদের পক্ষে কাজ করেছে।
তিনি বলেন যে মুক্তি বাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রচণ্ড আক্রমণে পাকিস্তানীরা পিছু হটতে এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
কঃ ওসমানি বলেন যে-বিদেশী প্রভুদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় শত্রুবাহিনীর মনে একবার আশা দেখা দিয়েছিল। কিন্তু সত্য ও ন্যায়-বিচার আমাদের পক্ষে ছিল। কাজেই বিদেশী প্রভুরা ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে পাকিস্তানীদের রক্ষা করতে পারেনি। ভুট্টো একশ’ বছর ধরে ষড়যন্ত্র চালালেও এই পরাজয়ের গ্লানি মুছে ফেলতে পারবেন না।
দৈনিক আনন্দবাজার, ২৭ ডিসেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন