বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিবের পদত্যাগ
সুখরঞ্জন দাশগুপ্ত
ঢাকা, ডিসেম্বর ২৬-বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব শ্রীমহাবুল [মাহবুবুল] আলম পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসাবে বলা হয়েছে শ্রী আলম ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এই সংবাদটি দেন একজন সরকারী মুখপাত্র।
শ্রী আলম পাকিস্তান ফরেন সারভিসের একজন প্রবীণ অফিসার ছিলেন। ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধে আয়ুবের সঙ্গে মতবিরোধ হওয়ায় পদত্যাগ করে চট্টগ্রামে কৃষিকাজ শুরু করেছিলেন। এবছর এপরিলে তিনি বাংলাদেশ সরকারে যোগদান করেন। শ্রীআলমের জায়গায় নতুন লোক শীঘ্রই নিয়োগ করা হবে বলে জানা যায়।
বি এ এস
বাংলাদেশ সরকার তাঁদের কেন্দ্রীয় সর্বোচ্চ চাকুরীয়াদের নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন বি-এ-এস অর্থাৎ বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সারভিস। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠক ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
দৈনিক আনন্দবাজার, ২৭ ডিসেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন