You dont have javascript enabled! Please enable it! 1971.04.23 | মুজিবের সরকারই বাঙলাদেশের একমাত্র আইনসঙ্গত সরকার: ন্যাপ নেতা মুজাফ্ফর আহমেদের ঘোষণা | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুজিবের সরকারই বাঙলাদেশের একমাত্র
আইনসঙ্গত সরকার
ন্যাপ নেতা মুজাফ্ফর আহমেদের ঘোষণা

আগরতলা, ২২ এপ্রিল -বাঙলা দেশের ন্যাশনাল আওয়ামী পার্টি বঙ্গবন্ধু সেখ মুজিবর রহমানের নেতৃত্বে গঠিত বাঙলাদেশ সরকারকে স্বাগত জানিয়েছে। ন্যাশনাল আওয়ামী পার্টি শেখ মুজিবরের সরকারকেই বাঙলাদেশের একমাত্র আইনসঙ্গত সরকার বলে ঘোষণা করেছে। এই নব গঠিত রাষ্ট্র ও সরকারকে সমস্ত রকম বৈষয়িক সাহায্য এবং নৈতিক সমর্থন দানের জন্য বিশ্বের গণতান্ত্রিক প্রগতিশীল দেশগুলির কাছে পার্টি আবেদন জানিয়েছে।
ভারত ও সোভিয়েত ইউনিয়নের সরকার এবং জনসাধারণ বাঙলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি যে সহানুভূতি ও সহযোগিতা দেখিয়েছেন পার্টি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মুজাফ্ফর আমেদ গত ২০ এপ্রিল উপরোক্ত মর্মে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, “শেখ মুজিবর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বাঙলাদেশের গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকারকে আমরা দৃপ্ত ভাষায় অভিনন্দন জানাচ্ছি। মুক্তি ফৌজ দৃঢ়সংকল্পবদ্ধভাবে আমাদের পবিত্র মাতৃভূমি থেকে পাক সৈন্যদের উচ্ছেদ করা ও দখলদারদের প্রতিরোধ যে বীরত্বপূর্ণ সংগ্রাম চালাচ্ছেন তার প্রতি ও আমরা অভিনন্দন জানাই…
দৈনিক কালান্তর, ২৩ এপ্রিল ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন