You dont have javascript enabled! Please enable it! 1971.04.29 | মামুদ আলির কাছে তাজউদ্দিনের তারবার্তা | আনন্দবাজার - সংগ্রামের নোটবুক

মামুদ আলির কাছে তাজউদ্দিনের তারবার্তা

বুধবার নিউইয়র্ক থেকে মাহমুদ আলির তারবার্তা পেয়ে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন সেদিনই তাঁর পররাষ্ট্র দফতরের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে নির্দেশ পাঠিয়েছেন : আমেরিকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রেখে স্বীকৃতি অর্জনের চেষ্টা করে যান, প্রেসের সঙ্গে নিয়মিত সংযোগ রেখে বাংলা দেশের পক্ষে ব্যাপক গণমত গড়ে তুলুন।
দৈনিক আনন্দবাজার, ২৯ এপ্রিল ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন