You dont have javascript enabled! Please enable it! 1971.10.24 | রাজাকার কমান্ডারের আত্মসমর্পণ | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

 বিজয় বার্তা
রাজাকার কমান্ডারের আত্মসমর্পণ

রংপুর-দিনাজপুর-রাজশাহী রণাঙ্গণ : ৯ই অক্টোবর খিলগাঁও অঞ্চল মুক্তিবাহিনীর অতর্কিত আক্রমণে ৩ জন পাক সেনা খতম হয়। অদিতমরির উত্তরাঞ্চলে ভূতেশপুর পাক ঘাঁটি মুক্তিবাহিনী দ্বারা আক্রান্ত হয় এবং এই আক্রমণে তিনজন পাক সেনা নিহত ও পাঁচ জন গুরুতরভাবে আহত হয়। ৯ই অক্টোবর গাইবান্ধা অঞ্চলে মুক্তিবাহিনীর কাছে বিপুল সংখ্যক রাজাকার আত্মসমর্পন করে। এ ছাড়া রংপুর জেলার হলিদাবাড়ি অঞ্চলের রাজাকার কমান্ডার হবিবুর রহমান মুক্তিবাহিনীর কাছে অনেক অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ১৬ই অক্টোবর মুক্তিবাহিনীর মর্টার আক্রমণে দিনাজপুর জেলার ভাওয়ালগঞ্জ অঞ্চলের পাক ঘাঁটির বিপুল ক্ষতি সাধিত হয় এই আক্রমণে ১৭ জন শত্রু সৈন্য নিহত হয়। এই দিন রাতে অপর এক আক্রমণে কালার অঞ্চলে পাক হানাদার বাহিনীর ১০ জন সৈন্য নিহত হয়।
মুক্তিবাহিনী নিজেদের মুক্তাঞ্চলে প্রত্যাগমনের পথে মুরাদপুর অঞ্চলে পাক আক্রমণকারীদের সাথে এক মুখোমুখি সংগ্রামের সম্মুখীন হন, দীর্ঘ সময় প্রবল গুলিবর্ষণের পর পাকবাহিনী ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় এবং একজন ক্যাপ্টেনসহ ১৫ জন আক্রমণকারী পাক সেনা খতম হয়। পাঁচবিবি অঞ্চলে এবং পাঁচজন রাজাকারকে খতম করেন। গত ১৩ই ও ১৭ই অক্টোবর মুক্তিবাহিনীর অতর্কিত আক্রমণে ১০ জন পাকসেনা ও তাদের সাহায্যকারী ৪ জন রাজাকার খতম হয়। দিনাজপুর অঞ্চলে ১৫ই অক্টোবর মুক্তিবাহিনীর আক্রমণে ভীত সতন্ত্র ২০ জন রাজাকার অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পণ করে।
বিপ্লবী বাংলাদেশ ॥ ১ : ১ ॥ ২৪ অক্টোবর, ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন