বাঙলাদেশের জনগণের প্রতি নেপালের ছাত্রদের সংহতি প্রকাশ
কাঠমাণ্ডু ২৭, এপ্রিল (ইউএনআই) নেপালের ছাত্র সম্প্রদায় বাঙলাদেশের জনগণের প্রতি সংহতি জানানাের উদ্দেশ্যে শােভাযাত্রা বের করেন বলে আজ এখানে প্রাপ্ত সংবাদে জানা গেল।
সংবাদে বলা হয়েছে গত রবিবার জনকপুরে শােভাযাত্রা থেকে বাঙলাদেশ সরকারকে। জানানাের জন নেপাল সরকারের কাছে দাবি করা হয়েছে।
সূত্র: কালান্তর, ২৯.৪.১৯৭১