You dont have javascript enabled! Please enable it! 1971.04.18 | শহরের বুকে জন জোয়ার | গণসংহতি - সংগ্রামের নোটবুক

শহরের বুকে জন জোয়ার

আগরতলা, ১৭ এপ্রিল যুদ্ধ বিধ্বস্ত পূর্ব-বাংলা থেকে জলস্রোতের ন্যায় শরণার্থী মানুষ প্রতিদিন এখানে এসে আশ্রয় নিচ্ছেন। শুধু হিন্দু নয়- শুধু মুসলমানও নয়। জয় বাংলার বাঙালি অবিরাম ধারায় এখানে আসছেন দিনে রাতে ২৪ ঘণ্টা।
এ পর্যন্ত ২০ হাজারের মতো শরণার্থী এসেছে। কিন্তু আশ্রয় শিবিরের স্বল্পতায় একটা বৃহত্তর অংশ-ঘাটে, পথে বাড়ির রোযাকে কিংবা যত্রতত্র ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকার পরিচালিত মোহনপুরে যে আশ্রয় শিবির খোলা হয়েছে তার ক্ষমতা এত সীমিত যে, হাজার খানেক শরণার্থীরও একসঙ্গে থাকা কষ্টসাধ্য।
অবশ্য অস্থায়ীভাবে স্থানীয় দুর্গাবাড়ি, বড়দোয়ালী স্কুল, বিজয় কুমার স্কুল, শিশু উদ্যানের কমিউনিটি হল এবং আরো কয়েকটি শিবির খোলা হয়েছে। নবাগত শরণার্থীদের ত্রাণ কাজে সরকার ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানসাধ্যানুযায়ী এগিয়ে এসেছেন। এদিকে শরণার্থীর আগমন সংখ্যা দিন-দিনই বেড়ে যাচ্ছে। এই বিপুল সংখ্যক মানুষের সাময়িক দায়ভার গ্রহণ করতে গিয়ে রাজ্য সরকারকেও হিমশিম খেতে হচ্ছে বলে জানা গেছে।
গণসংহতি, ১৮ এপ্রিল ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন