করিমগঞ্জ মহকুমায় কলেরার ব্যাপক প্রাদুর্ভাব
বিপুল সংখ্যক শরণার্থী আগমনের সঙ্গে করিমগঞ্জ শহর ও সংলগ্ন অঞ্চলে কলেরার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়াছে। ইতিমধ্যেই কয়েকশত ব্যক্তি উক্ত মারাত্মক রোগে আক্রান্ত হইয়াছেন এবং শতাধিক ব্যক্তির মৃত্যু হইয়াছে। জেলার ডেপুটি কমিশনার সমগ্র করিমগঞ্জ মহকুমাকে কলেরা উপদ্রুত এলাকা বলিয়া ঘোষণা করিয়াছেন।
সরকারী ও পৌর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ এই রোগ প্রতিরোধের জন্য যে সমস্ত ব্যবস্থা নিতেছেন, প্রয়োজনের তুলনায় তাহা অপ্রতুল। ব্লিচিং পাউডার এবং পানিয় জল পরিশোধক কোন ঔষধ শহরে পাওয়া যাইতেছে না। এমনকি ঔষধের দোকানগুলিতে কলেরা প্রতিষেধক টিকাও কিনিতে পাওয়া যায় নাই। ফলে যে কোন মুহূর্তে মহামারীর কবলে পড়ার আশংকায় শহরবাসী কাটাইতেছেন।
যুগশক্তি, ১৪ মে ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন