ত্রিপুরার স্কুল-কলেজে ছুটি ঘোষণা
আগরতলা, ১৭ এপ্রিল- ত্রিপুরার সমস্ত স্কুল-কলেজগুলি গ্রীষ্মের ছুটির একমাস আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ইউ, এন, আই-এর সংবাদে কোন কারণ বলা না হলেও অনুমান করা হচ্ছে, বাঙলাদেশ থেকে যে, উদ্বাস্তুরা আসছে তাদের আশ্রয় দানের উদ্দেশ্যেই এই ব্যবস্থা।
আগরতলা সরকারী সূত্রের সংবাদে প্রকাশ, উদ্বাস্তুদের সংখ্যা আজ ত্রিশ হাজারে পৌঁছেছে।
তেরটি উদ্বাস্তু শিবিরে প্রায় দশ হাজার নরনারী আশ্রয় নিয়েছেন। অবশিষ্টরা আত্মীয়-স্বজনের আশ্রয়ে আছেন। এই উদ্বাস্তুদের জন্য ত্রিপুরা সরকার এ পর্যন্ত একলক্ষ টাকা খরচ করেছেন।
দৈনিক কালান্তর ১৮ এপ্রিল ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন