You dont have javascript enabled! Please enable it! 1971.04.15 | বাঙলাদেশের বুদ্ধিজীবী নিধনযজ্ঞে ৬২ টি বলি | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের বুদ্ধিজীবী নিধনযজ্ঞে
৬২ টি বলি

কলকাতা, ১৪ এপ্রিল (ইউ এন)-পাকিস্তানের জঙ্গী বাহিনী কবি, ঔপন্যাসিক, শিক্ষাব্রতী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের সরাসরি গুলি করে হত্যা করছে। ঢাকা, খুলনা যশোর ও রাজসাহীতে ২৫ ও ২৮ মার্চের গভীর রাতে ৬২ জনক বুলেটবিদ্ধ করা হয়েছে। সীমান্ত পেরিয়ে আসা জনৈকের বিবরণ থেকে এ খবর জানা গেল। মৃত বুদ্ধিজীবীদের মধ্যে রাজসাহী কলেজের অধ্যাপক লুৎফার রহমান, অধ্যাপক সৈয়দ আবদুল হাই, অধ্যাপক আনারুল করিম (ঢাকা বিশ্ববিদ্যালয়) তো আছেই, আরও আছেন বাংলাদেশের তরুণ কবি প্রতিভা শ্রী জামাল রসিদ এবং শরৎচন্দ্র বিশেষজ্ঞ নীলিমা ইব্রাহিম। [তথ্য সঠিক নয়]
বিবরণে আরও প্রকাশ, দেয়ালে দাঁড় করিয়ে এদের গুলি করে হত্যা করা হয়েছে।
দৈনিক কালান্তর, ১৫ এপ্রিল ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন