খানেরা দেশে ফিরিতে চাহিতেছে-
খান সেনারা পশ্চিম পাকিস্তানে ফিরিয়া যাওয়ার জন্য চেষ্টা করিতেছে। বেলুচ সেনারা আর নিরস্ত্র গ্রামবাসীদের উপর আক্রমণ চালাইতে চাহিতেছেনা। পাক হানাদার সেনাদলের মধ্যে কোন্দল আরম্ভ হইয়া গিয়াছে। কোথাও খান সেনারা তাহাদের নির্দিষ্ট ছাউনির বাহির হইতে সাহসী হইতেছে না।
পাঠান সিপাহীরা স্থানে স্থানে মার খাইতে খাইতে মনোবল হারাইয়া ফেলিতেছে।
আজাদ, ১৬ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন