You dont have javascript enabled! Please enable it! 1971.07.23 | দিলখুশ চা-বাগানে ১৭ জন পাক সেনা খতম | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

দিলখুশ চা-বাগানে ১৭ জন পাক সেনা খতম

গত ১৭ জুলাই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বড়লেখা -সাহাবাজপুর সড়কে একটি গুরুত্বপূর্ণ সড়ক ধ্বংস করেন এবং প্রহরারত পাকিস্তানী সৈন্যদের হত্যা করেন। ঐ দিন এবং পরদিন তাঁরা লাতু ও বড়লেখার মধ্যে কয়েক স্থানে রেল রেল লাইন তুলে দিয়েছেন। ফলে গত সপ্তাহে ঐ এলাকায় কোন রেল যোগাযোগ ছিল না। ২০ জুলাই লাটিটিলার নিকটে মুক্তিযোদ্ধারা আর একটি সড়ক সেতুর ক্ষতি সাধন করে পাকিস্তানীদের অগ্রবর্তী ঘাঁটির রসদ সরবরাহ বন্ধ করে দেন।
২১ জুলাই জুড়ির নিকটে দিলখুশ চা-বাগানে মুক্তিফৌজের সঙ্গে পাকবাহিনীর এক মুখোমুখি সংঘর্ষ হয়। ১৭ জন পাক সৈন্য এতে নিহত হয়।
করিমগঞ্জ সীমান্তে মুক্তিফৌজের আক্রমণ এখন লাতু থেকে শেওলা পৰ্য্যন্ত পাঁচ মাইল ব্যাপী প্রত্যেকটি ঘাঁটিতে বিস্তৃত হয়েছে। করিমগঞ্জ শহর থেকে রোজই গুলী-গোলার শব্দ শোনা যাচ্ছে।
যুগশক্তি, ২৩ জুলাই ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন