You dont have javascript enabled! Please enable it! 1971.07.28 | বাংলাদেশের মুক্তিযুদ্ধ | আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ

গত ৬ই ও ৭ই জুলাই বাংলাদেশের কোন স্থানে বাংলাদেশ হইতে আইন সভায় নির্বাচিত ৩১২ জন প্রতিনিধিত্বের এক সভা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সাধারণতন্ত্রের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন এবং অন্যান্য নেতৃবর্গ সভায় ভাষণ দেন। তাজউদ্দিন বলেন কোন দেশ বাংলাদেশকে সাহায্য না করিলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয় হইবে। কারণ আমাদের মনোবল, লোকবলের অভাব নেই তাহা ছাড়া জঙ্গিদের নিকট হইতে আমরা প্রচুর অস্ত্রশস্ত্র কাড়িয়া লইয়াছি জঙ্গীখানদের মনোবল ভাঙ্গিয়া গিয়াছে। প্রত্যহ আমাদের শক্তি বাড়িতেছে; দেশের কোন লোক আর বেইমান জঙ্গিদের সাথে মিলিতে সাহস করিতেছে না।
সম্মেলনে সমাগত সকল প্রতিনিধি মাতৃভূমিকে শত্রুর কবল হইতে মুক্ত করার শপথ গ্রহণ করেন।
আজাদ, ২৮ জুলাই ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন