১১ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – দিনাজপুর
১০ তারিখ পাকবাহিনী সকালে খোলা হাটি আক্রমন করে সেখানে টিকতে না পেরে ক্যাপ্টেন আনোয়ার হোসেনের কোম্পানী ফুলবাড়ী চলে আসে। ক্যাপ্টেন আশরাফের কোম্পানী ও লে.মোখলেসের কোম্পানী ফুলবাড়ী চলে আসে। ফুলবাড়ীতে পাকবাহিনীর সাথে তৃতীয় বেঙ্গল ব্যালিয়নের তীব্র যুদ্ধ হয়। পাকবাহিনীর প্রবল আক্রমণের মুখে ব্যাটালিয়ন চরখাই চলে আসে এবং সেখানে প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলে। পাকবাহিনী যাতে চরখাই আক্রমণ করতে না পারে সেজন্য ক্যাপ্টেন আশরাফের কোম্পানী ফুলবাড়ী চরখাই রোডে, ক্যাপ্টেন আনোয়ার হোসেনের কোম্পানী ঘোড়াঘাট-চরখাই রোডে ডিফেন্স নেয় এবং লে.মোখলেসের কোম্পানী ডেপথ কোম্পানী হিসেবে রাখা হয়।