এবারে নিজেরাই নিজেদেরকে খতম করছে
(ষ্টাফ রিপোর্টার)
বাঙালীদেরকে গলাজলে নামাতে গিয়ে খান সেনাদের এখন নাক পর্যন্ত ডুবে যাওয়ার উপক্রম। ২৫শে মার্চের পর থেকে প্রতিদিন দু’ডজন অফিসার সহ কয়েকশত করে হতাহত সামরিক বাহিনীর লোককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতো করাচীতে। বোঝাই হয়ে যেতে লাগল একের পর এক হাসপাতাল গুলি। হাসপাতালের কর্তারা বললেন, ঠাঁই নাই, ঠাঁই নাই। কিন্তু সামরিক প্রশাসকের হুকুম, ঠাঁই দিতেই হবে। উপায়ন্তর না দেখে নতুন আহত আগন্তুকদের জায়গা করার জন্য পটাপট ‘ফিনিশ’ করা হতে লাগল পুরানা আদমীদের। এবারে আহত খানসেনারা এমনই একটা নিশ্চিত আশ্রয় পেল, যেখানে জায়গার কোন অভাবই নেই।
সাপ্তাহিক বাংলা ॥ ১: ১ ॥ ১৬ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন