You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পয়গাম
২৯শে জুন ১৯৬৯
নেতারা অসুস্থ সুতরাং—
(ষ্টাফ রিপোর্টার)

৬-দফাপন্থী আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান গত বৃহস্পতিবার বিকাল হইতে ইনফ্লুয়েঞ্জায় ভুগিতেছেন বলিয়া আওয়ামী লীগের এক প্রেস রিলিজে প্রকাশ। বর্তমানে তিনি ডঃ ফজলে রাব্বীর চিকিৎসাধীনে রহিয়াছেন।
উল্লেখযোগ্য যে, গতকল্য শুক্রবার শেখ মুজিবর রহমানের ছাত্রলীগের বার্ষিক সম্মেলন উদ্বোধন করার কথা ছিল। কিন্তু অসুস্থতাবশতঃ তিনি ছাত্রলীগের অনুষ্ঠানে যোগ দিতে পারেন নাই।
প্রেস রিলিজে আরও বলা হয় যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদও তীব্র জ্বরে ভুগিতেছেন। ডঃ করিম ও ডঃ ওয়াদুদ তাঁহার চিকিৎসা করিতেছেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯