দৈনিক পয়গাম
২৩শে জুন ১৯৬৯
শেখ মুজিবের বিবৃতি : সোনারগাঁওকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়িয়া তোলার আহ্বান
ঢাকা, ২১শে জুন।— গতকল্য বিকালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান ঈশা খার আমলের বাংলার রাজধানী সোনারগাঁও ও তৎসন্নিহিত ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন। তিনি নীলকুঠিসহ পানাম ও মোগরাপাড়ার বিভিন্ন ঐতিহাসিক ভবন পরিদর্শন করেন। এই পরিদর্শনের বিভিন্ন পর্যায়ে স্থানীয় জনসাধারণ তাহাকে আন্তরিক সম্বর্ধনা জ্ঞাপন করেন। স্থানী জনসাধারণের সঙ্গে আলোচনাকালে তিনি ঐতিহাসিক কীর্তিসমূহে এবং পানাম শহরের যথাযথ সংরক্ষণে সরকারী ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ঢাকায় প্রত্যাবর্তনের পরে তিনি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ পুরাকীর্তিসমূহ ও পানাম শহর সংরক্ষণ এবং এই স্থানে একটি ‘পর্যটন কেন্দ্র’ গড়িয়া তোলার উদ্দেশ্যে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শেখ মুজিবর রহমানের সঙ্গে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামসুল হক, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জনাব ময়জুদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শামসুল হক এ্যাডভোকেট, মোল্লা রিয়াজ উদ্দিন প্রমুখ সোনারগাঁও গমন করেন। কাঁচপুর ঘাটে ঢাকা ও নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পানাম ও মোগরাপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও স্থানীয় জনসাধারণ শেখ মুজিবর রহমানকে বিপুলভাবে মাল্যভূষিত করেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯