১১ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- চট্টগ্রাম
কালুরঘাটে মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর পাকিস্তানি সেনাবাহিনী আর্টিলারী, মর্টার, ট্যাংক এবং অন্যান্য আধুনিক মারণাস্ত্রের সাহায্যে আঘাত হানে। উভয় পক্ষে তুমুল সংঘর্ষ হয়। মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র ৩৫ জন পাকিস্তানীরা ছিল শতাধিক। এ সংঘর্ষে ১ জন সিপাহি শহীদ হয় ও অনেকে আহত হয় এবং বেশ কিছু পাকসেনা নিহত হয়। ক্যাপ্টেন হারুন আহমেদ চৌধুরী এবং লে. শমসের মুবিন গুরুতররূপে আহত হন। ক্যাপ্টেন হারুন আহমেদ চৌধুরী আহত অবস্থায় পটিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন শেষে মালুরঘাট খৃস্টান মিশনারি হাসপাতালে অস্রপচার করান। (এরপর কক্সবাজার চলে যান সেখানে তিনি শমশের আলম চৌধুরীর বাড়ীতে আশ্রয়ে থেকে সুস্থ হন। পরে তিনি শরণার্থীদের সাথে বার্মা আশ্রয় নেন।) লে. শমসের মুবিন আহত অবস্থায় পাকিস্তানিদের হাতে বন্দি হন। সংঘর্ষে মুক্তিযোদ্ধারা তাদের অবস্থান ত্যাগ করে পেছনে সরে আসে।