You dont have javascript enabled! Please enable it! 1971.04.11 | বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- কুষ্টিয়া | মেহেরপুরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয় - সংগ্রামের নোটবুক

১১ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- কুষ্টিয়া

১০-১১ তারিখ মাঝ রাতে সংবাদ আসে পাকবাহিনী চুয়াডাঙ্গা আক্রমন করতে অগ্রসর হচ্ছে (আকাশবাণী প্রচার করে স্বাধীন বাংলাদেশ সরকার চুয়াডাঙ্গায় শপথ নিবে এবং চুয়াডাঙ্গা স্বাধীন বাংলাদেশের রাজধানী এর জের ধরে পাক বাহিনী চুয়াডাঙ্গা দখলের জন্য সর্বশক্তি নিয়োগ করে)। চুয়াডাঙ্গায় তখনও হাজারখানেক মুক্তিযোদ্ধার সমাবেশ ছিল। অনেকের পরিবার তাদের সাথে। তাই যুদ্ধে তাদের নিরাপত্তাও বিবেচনায় নেয়া হয়। কিছু মুক্তিযোদ্ধা সরিয়ে নিয়ে বাকীদের পাকবাহিনীর অগ্রগমন বন্ধে নিয়োজিত করা হয়। মেহেরপুরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়। সারাদিন জনবল, রসদ, ট্রেজারির সম্পদ স্থানান্তর হয় মেহেরপুর। মেহেরপুরে তৌফিক এলাহি এবং মেজর আবু ওসমান মুক্তিযদ্ধাদের সংগঠিত করলেন। চুয়াডাঙ্গা থেকে সরে আসলেও দিনের বেলা অনেকেই চুয়াডাঙ্গা অবস্থান করে কাজকর্ম চালাতেন।