দৈনিক ইত্তেফাক
২৪শে মে ১৯৬৯
মুজিবের পাবনা উপস্থিতি
ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি পাবনা হইতে টেলিফোনযোগে জানান যে, উত্তরবঙ্গের ঘূর্ণি বিধ্বস্ত এলাকা সফর কল্পে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান গতকাল (শুক্রবার) সন্ধ্যায় পাবনা গিয়া পৌঁছিয়াছেন।
আওয়ামী লীগ নেতা জনাব মীজানুর রহমান চৌধুরী, জনাব আবদুল মোমিন, মিসেস আমেনা বেগম, জনাব শামসুল হক, মোল্লা মোহাম্মদ রিয়াজউদ্দিন, বেগম নুরজাহান মোর্শেদ এবং ছাত্রনেতা তোফায়েল আহমদ শেখ সাহেবের সঙ্গে রহিয়াছেন। প্রাদেশিক আওয়ামী লীগের সহ-সভাপতি ক্যাপ্টেন মনসুর আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক আওয়ামী লীগ কর্মী নগরবাড়ী ঘাটে তাঁহাদের অভ্যর্থনা জ্ঞাপন করেন। গতরাত্রেই সুদূর বগুড়া, কুষ্টিয়া, ঈশ্বরদী, সিরাজগঞ্জ ও ভেড়ামারা প্রভৃতি এলাকা হইতে আওয়ামী লীগ নেতা ও কর্মীরা পাবনা আসিয়া শেখ সাহেবের সঙ্গে দেখা করেন।
আজ নাটোর যাত্রা
শেখ মুজিবর রহমান ঘূর্ণিদুর্গত সিঙ্গাইর এলাকা সফরের উদ্দেশ্যে আজ (শনিবার) সকালে পাবনা হইতে মোটরযোগে নাটোর রওয়ানা হইবেন। আজ রাত্রেই তিনি রাজশাহী গিয়া পৌঁছিবেন বলিয়া আশা করা যাইতেছে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯