সংবাদ
২রা মে ১৯৬৯
আইন আদালত : শেখ মুজিবের রিভিশন আবেদন : শুনানী সমাপ্ত : সোমবার রায়
(হাইকোর্ট রিপোর্টার)
গতকল্য বিচারপতি জনাব আবদুল হাকিমকে লইয়া ঢাকা হাইকোর্টের একটি একক বেঞ্চ আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত একটি ফৌজদারী মামলার রিভিশন আবেদনের চূড়ান্ত শুনানী সমাপ্ত হইয়াছে। আগামী সোমবার উক্ত ফৌজদারী রিভিশন আবেদনের রায় প্রদান করা হইবে বলিয়া দিন ধার্য করা হইয়াছে।
প্রকাশ, ১৯৬৬ সালের ২০শে মার্চ ঢাকার পল্টন ময়দানে আপত্তিকর বক্তৃতা দানের কথিত অভিযোগে ঢাকায় প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব আফসার উদ্দিন আহমদ জনাব শেখ মুজিবর রহমানকে দণ্ডদান করিলে উহার বিরুদ্ধে ঢাকার দায়রা জজের এজলাশে আপীল আবেদন করা হয়। ঢাকার অতিরিক্ত দায়রা জজ জনাব কাইসার আলী উক্ত দণ্ডাদেশ বহাল রাখিলে তাঁহার রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে এই ফৌজদারী রিভিশন আবেদনটি আনয়ন করা হয়।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জনাব সিরাজুল হক এবং তাঁহাকে সাহায্য করেন এডভোকেট জনাব এম, এ, মান্নান, জনাব আবুল হোসেন, জনান সিদ্দিকুর রহমান হাজরা, জনাব এইচ, কে, আবদুল হাই এবং জনাব তাজউদ্দীন আহমদ।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯