আজাদ
৪ঠা মে ১৯৬৯
শেখ মুজিব
শেখ মুজিবর রহমান ভারতের প্রেসিডেন্ট ডঃ জাকির হোসেনের আকস্মিক এন্তেকালে প্রদত্ত এক শোকবাণীতে বলেন যে, তিনি ডঃ জাকির হোসেনের এন্তেকালের খবর শুনিয়া মম্মাহত হইয়াছেন।
তিনি বলেন যে, ডঃ হোসেন একাধারে খ্যাতনামা শিক্ষাব্রর্তী, সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা ছিলেন। একজন মানুষের মধ্যে এতগুণ সহজে খুঁজিয়া পাওয়া যায় না। ডঃ হোসেনের এন্তেকালে ভারতভূমি এক মহান সন্তান হারাইল।
শেখ মুজিব মরহুম প্রেসিডেন্টের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯