You dont have javascript enabled! Please enable it! 1969.04.18 | ঝড়ের কবলে শেখ মুজিব | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৮ই এপ্রিল ১৯৬৯
ঝড়ের কবলে শেখ মুজিব
(ষ্টাফ রিপোর্টার)

গতকাল (বৃহস্পতিবার) বিকালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান সদলবলে ঝড়ের কবলে পতিত হন। সোমবারের ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ত্রিমোহনীতে সাহায্য দ্রব্য লইয়া যাওয়ার পথে মেরাইদার শেষ প্রান্তে পৌছিলে ঝড় শুরু হয়। শেখ মুজিবর রহমান সদলবলে একটি ভাঙ্গা স্কুল ঘরে আশ্রয় গ্রহণ করেন। স্কুল ঘরে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ রিলিফ ক্যাম্পে আগত অগণিত মানুষও স্কুলে গৃহে আশ্রয় লয়। তবে ঝড়ের দাপট হইতে রক্ষা পাইলেও সকলেই সম্পূর্ণ ভিজিয়া যান। সোমবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুল ঘরটি অবশ্য গতকালের ঝড়ের চাপ কোনক্রমে সামলাইয়া লয়। শেখ মুজিবর রহমানের সঙ্গে ঢাকা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার চৌধুরী এবং আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকগণ ছিলেন।
ঝড়ের পরে সন্ধ্যায় বাসায় ফিরিয়া শেখ মুজিবর রহমান দুর্গত এলাকায় পুনরায় সাহায্য দ্রব্য পাঠাইবার ব্যবস্থা করেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯