আজাদ
১৯শে এপ্রিল ১৯৬৯
সাহায্য দ্রব্য লইয়া আজ শেখ মুজিব ত্রি মোহনী যাইবেন
(ষ্টাফ রিপোর্টার)
গতকাল শুক্রবারও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছা প্রতিষ্ঠান ডেমরা ও নারায়ণগঞ্জ মহকুমায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা এবং কুমিল্লার বাত্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত অধিবাসীদের মধ্যে খাদ্য-বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান গতকাল শুক্রবার বিধ্বস্ত বৈদ্যের বাজার থানার মদনপুর ও কাশিপুর এলাকা সফর করেন এবং ঘূর্ণিঝড়ে আহত ও দুঃস্থদের মাঝে কাপড়, খাদ্যদ্রব্য ও নগদ টাকা-পয়সাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। অদ্য শনিবার তিনি সাহায্যদ্রব্য লইয়া ত্রিমোহনী এলাকায় যাইবেন।
কেন্দ্রীয় ছাত্রসংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে কুমিল্লা জেলার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাসমূহে প্রায় চারি হাজার টাকার রিলিফ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে আজ শনিবার সকালে একটি স্বেচ্ছাসেবকদল মোটরযোগে ঢাকা ত্যাগ করিবেন। উক্ত দলে ছাত্র নেতা তোফায়েল আহমেদ, সাইফুদ্দিন আহমেদ মানিক ও জামাল হায়দার থাকিবেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯