You dont have javascript enabled! Please enable it! 1969.04.04 | মওলানা ভাসানী ও শেখ মুজিব প্রসঙ্গে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৪ঠা এপ্রিল ১৯৬৯
মওলানা ভাসানী ও শেখ মুজিব প্রসঙ্গে
(ষ্টাফ রিপোর্টার)

আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানকে স্বগৃহে অন্তরীণ ও ন্যাপনেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে গ্রেফতার করা হইয়াছে বলিয়া কোন একটি বিদেশী সংবাদ সংস্থা কর্তৃক যে সংবাদ পরিবেশিত ও কোন কোন বেতারে প্রচারিত হইয়াছে তাহা সত্য নহে। শেখ মুজিবর রহমান তাঁহার ঢাকাস্থ বাসভবনে এবং মওলানা ভাসানী টাঙ্গাইলে অবস্থান করিতেছেন। তাঁহাদের গতি-বিধির উপরও কোন নিয়ন্ত্রণাদেশ জারী করা হয় নাই।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯