দৈনিক পয়গাম
২০শে মার্চ ১৯৬৯
ষড়যন্ত্র সম্পর্কে শেখ মুজিবের হুঁশিয়ারি
(ষ্টাফ রিপোর্টার)
পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান গতকল্য (বুধবার) শান্তি বজায় ও জনগণের অধিকার সংরক্ষণের জন্য ব্যাপকভাবে কাজ চালাইয়া যাইতে ছাত্র-কৃষক-শ্রমিক ও তাহার দলের কর্মীসহ দেশের সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আবেদন জানান।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান প্রশাসন কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের অধিকার সংরক্ষণের দায়িত্ব পালনে বিরত থাকার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হইয়াছে, উহার প্রতি তীব্র নিন্দা প্রকাশ না করিয়া পারিতেছি না। তিনি বলেন, “আমাদের সংগ্রামকে বিপথে চালিত করার উদ্দেশ্যে সাধারণ নাগরিকদের জানমাল ও নিরাপত্তার উপর হামলা চালাইতে সমাজ ও গণ-বিরোধী ব্যক্তিদের উস্কাইয়া দেওয়ার জন্য একটি ঘৃণ্য ষড়যন্ত্র চলিতেছে বলিয়া ধারণা হইতেছে। শেখ মুজিব বলেন যে, এই সকল কার্যকলাপকে বরদাশত করার ন্যায় গণ-বিরোধী কাজ আর হইতে পারে না। তিনি বলেন, স্বার্থাণ্বেষী মহলের জঘন্য ষড়যন্ত্রকে পরাভূত ও সমাজ-বিরোধী ব্যক্তিদের প্রতিহত করার জন্য সর্বশক্তি নিয়োগ করিতে জনগণের স্বার্থে বিশ্বাসী ছাত্র, কৃষক, শ্রমিক ও আমার দলের কর্মীসহ সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আবেদন জানাইতেছি।’
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯