You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২১শে মার্চ ১৯৬৯
ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্তের বিবৃতি : শেখ মুজিব প্যারোলে গোলটেবিল বৈঠকে যাইতে রাজী হন নাই

ঢাকা, ১৯শে মার্চ।-শেখ মুজিবর রহমান প্যারোলে গোলটেবিল বৈঠকে যোগদান করিতে সম্মত হইয়াছিলেন বলিয়া পিকিংপন্থী পূৰ্ব্ব পাকিস্তান ন্যাপের সম্পাদক জনাব তোয়াহার “মূল্যমান আবিষ্কারে” তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ব্যক্তি জনাব এম, এ, রেজা বিস্ময় প্রকাশ করিয়াছেন।
গতকাল সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে জনাব রেজা ন্যাপ নেতার উপরোক্ত দাবীকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলিয়া অভিহিত করেন। বস্তুতঃ বিভিন্ন মহলের চাপ ও হুমকি সত্ত্বেও শেখ সাহেব প্যারোলে গোলটেবিল বৈঠকে যাইতে সম্মত হন নাই বলিয়া তিনি উল্লেখ করেন। সুতরাং অন্যান্য অভিযুক্তদের চাপে শেখ সাহেবের গোলটেবিল বৈঠকে প্যারোলে না যাওয়ার প্রশ্নই অবান্তর।
বিবৃতিতে তিনি আরো বলেন যে, শেখ সাহেবের উপর আমাদের পূর্ণ আস্থা রহিয়াছে যে, গণআন্দোলন নস্যাৎ হইতে পারে এমন কিছু তিনি করিতে পারেন না। দেশকে তিনি নিজের অপেক্ষাও অধিক ভালবাসেন এবং জনগণের প্রতি তাহার বিশ্বাস ও শ্রদ্ধা প্রশ্নাতিত।
জনাব রেজা আরো বলেন যে, কোন নেতার একক আন্দোলনে আগরতলা মামলা প্রত্যাহৃত হয় নাই। বস্তুতঃ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে পরিচালিত ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আগরতলা মামলা প্রত্যাহার করা হইয়াছে। -পিপিআই

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯