You dont have javascript enabled! Please enable it! 1969.03.12 | বিভেদ সৃষ্টির বিরুদ্ধে মুজিবের হুশিয়ারী | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
১২ই মার্চ ১৯৬৯
বিভেদ সৃষ্টির বিরুদ্ধে মুজিবের হুশিয়ারী

রাওয়ালপিণ্ডি, ১১ই মার্চ (পিপিআই)- আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান আজ রাতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনসাধারণের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে কায়েমী স্বার্থবাদীদের প্রচেষ্টার নিন্দা করেন।
গোলটেবিল বৈঠকের সান্ধ্য অধিবেশনে রওয়ানা হওয়ার প্রাক্কালে পিপিআই প্রতিনিধির কাছে আলাপ প্রসঙ্গে শেখ সাহেব বলেন, এ ব্যাপারে তাঁর স্থির প্রত্যয় রয়েছে যে, পশ্চিম পাকিস্তানের জনসাধারণ তাদের পূর্ব পাকিস্তানী ভাইদের ন্যায্য দাবী দাওয়া পুরোপুরি সমর্থন করেন।
তিনি বলেন, স্বার্থবাদীরা তাদের শাসন অব্যাহত রাখার উদ্দেশ্যে পাকিস্তানের জনসাধারণের মাঝে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা বিভেদের কথা বলে, তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের সেবা করে চলেছে বলেও শেখ সাহেব উল্লেখ করেন।
অপরপক্ষে শেখ মুজিবুর রহমান পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে শত শত টেলিগ্রাম করে যাচ্ছেন বলেও খবরে উল্লেখ করা হয়। এই সব টেলিগ্রামে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা এবং জনসাধারণের হাতে অধিকার ফিরিয়ে আনার প্রচেষ্টাকে অভিনন্দন জানান হচ্ছে।
কোনো কোনো তারে জনসাধারণের অভাব অভিযোগের উল্লেখ করে তার প্রতিকারের আবেদনও জানান হয়েছে।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯